প্রকাশিত: Thu, Mar 23, 2023 4:48 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:53 AM

বিশ্বে পরিবর্তন ঘটছে আমরাই তা ঘটাচ্ছি পুতিনকে বললেন শি জিনপিং

রাশিদুল ইসলাম: রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, পরিবর্তন আসছে  যা ১শ বছরে ঘটেনি এবং আমরা একত্রে এটি ঘটাচ্ছি। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল শি’র এ বক্তব্যকে পশ্চিমা দেশগুলোর জন্য একটি শীতল বার্তা হিসেবে অভিহিত করেছে। সিএনএন, আরটি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার রুশ প্রতিপক্ষের সাথে আলোচনার পর মঙ্গলবার সন্ধ্যায় মস্কো ত্যাগ করেন। এসময় দুই নেতা দোভাষীর মাধ্যমে কথা বলেন। প্রেসিডেন্ট পুতিন চীনা নেতার নিরাপদ যাত্রা ও শুভ কামনা করেন। শি পুতিনকে তার সুস্বাস্থ্য কামনা করে বলেন, দয়া করে, যত্ন নিন, প্রিয় বন্ধু। প্রেসিডেন্ট শি এসময় হাত বাড়িয়ে দিলে প্রেসিডেন্ট পুতিন তা উষ্ণভাবে আঁকড়ে ধরেন। গত বছর ফেব্রুয়ারিতে এই দুই নেতা তাদের বন্ধুত্ব সীমাহীন বলে ঘোষণা দিয়েছিলেন। পুতিন তখন শিকে মস্কো আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন থেকেই প্রকাশ্যে এই দুই নেতা দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্ক ও বন্ধুত্বের কথা বলে আসছেন। ওয়াশিংটনের একমুখী নিয়ন্ত্রিত বিশে^র বিরুদ্ধে তাদের কথা বলতে শোনা গেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব